English Version
আপডেট : ২১ আগস্ট, ২০১৭ ১৬:০১

কর্মচারী-নৈশপ্রহরীকে খুন, ১০ গরু চুরি

অনলাইন ডেস্ক
কর্মচারী-নৈশপ্রহরীকে খুন, ১০ গরু চুরি

সদর উপজেলার গোপালপুর গ্রামে ‘আনিস এগ্রো ইন্ডাস্ট্রিজ মিলস’ নামে এক রাইস মিলের কর্মচারী ও নৈশপ্রহরীকে খুন করে ১০টি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

রোববার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন রাইস মিলের মালিক হারুন-অর-রশিদ।

নিহতরা হলেন ওই মিলের নৈশপ্রহরী ইদ্রিস আলী (২৮) ও মিলের কর্মচারী মোজাফফর (৫০)। এরমধ্যে ইদ্রিস গোপালপুর এলাকার হাসান আলীর ছেলে এবং  একই এলাকার হাসু মোড়লের ছেলে মোজাফফর।

ওই রাইস মিলের মালিক হারুন-অর-রশিদ জানান, সোমবার ভোরে তিনি মিলে যান। এ সময় তিনি মিলের নৈশপ্রহরী হামেদ আলীকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান। এর কিছুক্ষণ পরে মিলের ভিতরে পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় নিহত প্রহরী ইদ্রিসের লাশ পাওয়া যায়। এছাড়া দুপুর ১২টার দিকে মোজাফফরেরও লাশ পাওয়া যায়। 

হারুন আরও জানান, দুইজনকে হত্যা করে আনুমানিক নয় লাখ টাকা মূল্যের গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মিলমালিক হত্যাকাণ্ডের বিষয়টি জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।