English Version
আপডেট : ১৭ আগস্ট, ২০১৭ ১৩:৪২

রাজধানীর পল্লবীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগশিক্ষক গ্রেফতার

অনলাইন ডেস্ক
রাজধানীর পল্লবীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগশিক্ষক গ্রেফতার

রাজধানীর পল্লবীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় অভিযুক্ত মো. সুজন নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ওই ঘটনা ঘটে। পরে রাতেই ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বৃহস্পতিবার সকালে পরিবর্তন ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নবম শ্রেণির ওই ছাত্রী বুধবার কোচিং শেষ করে ফেরার সময় তার স্কুলের খণ্ডকালীন শিক্ষক ও তিতুমীর কলেজের ছাত্র সুজন তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। রাতেই ছাত্রীর বাবা মামলা করেন। অভিযুক্ত শিক্ষককে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। ওসি দাদন ফকির আরো জানান, সুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধর্ষণের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার ওই স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়েটি পল্লবীর মর্নিং গ্লোবাল স্কুলের নবম শ্রেণির ছাত্রী। আর অভিযুক্ত সুজন একই স্কুলের খণ্ডকালীন শিক্ষক ছিলেন। প্রতিদিনের মতো বুধবারও ওই ছাত্রী স্কুলে কোচিং করতে যায়। কোচিং শেষে বাসায় ফেরার সময় তাকে আটকে ধর্ষণ করে সুজন। পরে মেয়েটি বাড়ি ফিরে পরিবারকে ঘটনা জানালে রাতেই পল্লবী থানায় মামলা করা হয়। এতে এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয়রা অভিযুক্ত সুজনকে আটক করে পুলিশে খবর দেয়। রাত ১১টার দিকে পুলিশ গিয়ে সুজনকে গ্রেফতার করে।