English Version
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০৬:১০

সিরাজগঞ্জে বিষপানে প্রেমিক যুগলের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জে বিষপানে প্রেমিক যুগলের আত্মহত্যা

সিরাজগঞ্জ শহরের মিরপুর এলাকায় প্রেমিক যুগল বিষপানে আত্মহত্যা করেছে। শনিবার সন্ধার আগে শহরের মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুক্তা মিরপুর গ্রামের মুকুল সরকারের মেয়ে ও এসএসসি পরিক্ষার্থী ও রাব্বি হোসেন সজিব (২৩) মিরপুর রেলওয়ে কলোনীর নূর নবী শেখের ছেলে।

স্থানীয় কাউন্সিলর মো. আলাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, রাব্বীর সাথে মুক্তার দীর্ঘদিনের প্রেম চলে আসছিলো। প্রেমের বিষয়টি পরিবার মেনে না নিয়ে মুক্তাকে অন্যত্র বিয়ে দেয়। কিন্তু বিয়ের পর সে আর স্বামীর বাড়িতে না গিয়ে রাব্বীর সাথে প্রেম চালিয়ে যায়।

বিষয়টি আবারও জানাজানি হলে মুক্তাকে শ্বশুর বাড়িতে পাঠাতে পরিবার চাপসৃষ্টি করে। এতে ক্ষুব্ধ হয়ে মুক্তার বিষ পান করলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে রাব্বী তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ডা: শামীম তাকে মৃত ঘোষনা করে।

প্রেমিকার মৃত্যু সইতে না পেরে প্রেমিক রাব্বীও বিষপানে আত্মহত্যা করে। এঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।