English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:৩৭

হত্যা মামলায় ৬ জনের ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিবেদক
হত্যা মামলায় ৬ জনের ফাঁসির আদেশ

কুষ্টিয়ায় পাঁচ বছর আগের একটি হত্যা মামলার রায়ে ছয়জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।  

কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হোসেন মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সাজ্জাত, মাজেদ, সুখচাঁদ, রাশেদুল ইসলাম, কালাই ও মো. মনসুর আলী।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১২ সালে আবু বকর সিদ্দিক নামের ৩৩ বছর বয়সী এক যুবককে হত্যার ঘটনায় এ মামলা দায়ের করা হয়।