English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:৫৯

মীরুকে কারাগারে প্রেরণ, বললেন, ‘সব ষড়যন্ত্র’

নিজস্ব প্রতিবেদক
মীরুকে কারাগারে প্রেরণ, বললেন, ‘সব ষড়যন্ত্র’

সিরাজগঞ্জ : দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে অভিযুক্ত মীরু বললেন এসব তার ‘ষড়যন্ত্র’।

এরআগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোরশেদ আলম তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিরাজগঞ্জ কোর্ট পরিদর্শক মো. শহীদুল্লাহ জানান, আসামি মীরুকে নিয়ম অনুযায়ী নিকটবর্তী আদালতে হাজির করা হয়। পরবর্তীতে তাকে শাহজাদপুর আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র হালিমুল হক মীরু বলেন, আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি। কখনো সাংবাদিককে হত্যা করতে পারি না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি।

তিনি আরো বলেন, যারা সরাসরি বলছে আমিই গুলি করেছি, তারাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

গত ৬ ফেব্রুয়ারি রোববার রাত ১০টার দিকে রাজধানী ঢাকার শ্যামলী এলাকা থেকে আটক করে পুলিশ। পরে তাকে সিরাজগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান।

গত বৃহস্পতিবার সকাল ১০টায় শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বিজয় মাহমুদকে রাস্তা থেকে জোর করে মেয়রের বাড়িতে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে বিজয়কে হাসপাতালে ভর্তি করা হয়। ১২টার সময় বিজয়ের এলাকার লোকজন একত্রিত হয়ে বাজারে একটি বিক্ষোভ মিছিল করে এবং বিকেল ৩টায় বিজয়ের নিজ গ্রাম কান্দাপাড়ার জনসাধারণ মেয়রের বাড়ির দিকে অগ্রসর হলে মেয়র হালিমুল হক মীরু ও তার ভাই মিন্টু এবং পিন্টুর নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী এলোপাতাড়ি গুলি ও ককটেল নিক্ষেপ করতে থাকে।

এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে সমকালের সাংবাদিক আ. হাকিম শিমুল গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।  ‌‌