English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:৩৩

দাঁত না মাজায় চার বছরের শিশুর পেটে লাথি মারলেন মা, তার পরে...

অনলাইন ডেস্ক
দাঁত না মাজায় চার বছরের শিশুর পেটে লাথি মারলেন মা, তার পরে...

শিশুটির মা জানান, দাঁত ব্রাশ না করায় মেয়ের পেটে সজোরে লাথি মেরেছিলেন তিনি। আর সেই আঘাত সইতে না পেরেই মৃত্যু হয়েছে ছোট্ট শিশুটির।

জরুরি পরিষেবা চেয়ে ফোন করেছিলেন এক মা। আতঙ্কিত গলায় জানিয়েছিলেন, স্নান করতে গিয়ে বাথটাবের মধ্যে মুখ থুবড়ে পড়ে গিয়েছে চার বছরের মেয়ে। সংজ্ঞা হারিয়ে ফেলেছে সে।

উদ্ধারকারী দল এসে হাসপাতালে নিয়ে গেলেও শিশুটির প্রাণ বাঁচানো যায়নি। কারণ, তার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন ছিল। আর তা থেকেই সন্দেহ হয় পুলিশের। শেষ পর্যন্ত শিশুটির মাকে জেরা করে পুলিশ যে তথ্য পেল, তা যেন বিশ্বাস করতে পারছিলেন না তদন্তকারীরাও। শিশুটির মা জানান, দাঁত ব্রাশ না করায় মেয়ের পেটে সজোরে লাথি মেরেছিলেন তিনি। আর সেই আঘাত সইতে না পেরেই মৃত্যু হয়েছে ছোট্ট শিশুটির।

গত ২৬ জানুয়ারি অমানবিক এই ঘটনাটি ঘটেছে আমেরিকার মেরিল্যান্ডে। জেরায় হার্নান্ডেজ রিভাস নামে ২০ বছর বয়সি ওই মা জানায়, ব্রাশ না করায় ছোট্ট মেয়ের পেটে লাথি মেরেছিল সে। টাল সামলাতে না পেরে শিশুটি দেওয়ালে ধাক্কা খেয়ে মেঝের উপরে পড়ে যায়। মায়ের বয়ান অনুযায়ী, তখনই বেশ ঝিমিয়ে পড়েছিল শিশুটি। এর পরে সে বাথরুমে ঢোকার পরেই জোরে একটি আওয়াজ শুনতে পান ওই মহিলা। দরজা খুলে দেখে, স্নান করতে করতেই বাথটাবের মধ্যে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছে শিশুটি। এর পরেই জরুরি পরিষেবা সংক্রান্ত নম্বরে ফোন করে সাহায্য চায় সে।

কিন্তু শেষ পর্যন্ত মায়ের আসল রূপটি ধরা পড়ে গেল। তার বিরুদ্ধে আমেরিকার আইন অনুযায়ী শিশুর উপরে অত্যাচারের বিভিন্ন ধারায় অভিযোগ এনে গ্রেফতার করেছে পুলিশ।