English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:৫৯
সাংবাদিক শিমুল হত্যা মামলা

পৌর আ’লীগ নেতাসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
পৌর আ’লীগ নেতাসহ গ্রেফতার ৪
পৌর আওয়ামী লীগ নেতা নাসির আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে দৈনিক সমকালের প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতাকে এম নাসির উদ্দিনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার ভোরে শাহজাদপুর উপজেলার ছয়আনি পাড়া থেকে নাসিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাসির উপজেলার ছয়আনি পাড়া লাফা মিয়ার ছেলে এবং পৌর আওয়ামী লীগের সদস্য।   এর আগে বাকি তিনজনকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

শাহজাদপুর থানার ওসি রেজাউল হক জানান, গ্রেফতার নাসির সাংবাদিক শিমুল হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি। তিনি আরো জানান, এর আগেও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।