English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৭ ১৬:০২

ফাঁসির আদেশ: খালাস চেয়ে তারেক সাঈদের আপিল

নিজস্ব প্রতিবেদক
ফাঁসির আদেশ: খালাস চেয়ে তারেক সাঈদের আপিল

ঢাকা : নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের দায়ে বিচারিক আদালতের দেয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন র‌্যাব-১১-এর তৎকালীন অধিনায়ক তারেক সাঈদ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল দায়ের করেন তার আইনজীবী আহসান উল্লাহ।

দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টিকারী এই মামলায় তারেক সাঈদসহ ২৬ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন নারায়গঞ্জ জেলা দায়রা জজ আদালতের বিচারক। এছাড়া ৯ আসামিকে যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদে সাজা দেন আদেশ দেন আদালত।