English Version
আপডেট : ৩০ জানুয়ারি, ২০১৭ ১৩:১০

ফাঁসির রায়: খালাস চেয়ে নূর হোসেনের আপিল আজ

নিজস্ব প্রতিবেদক
ফাঁসির রায়: খালাস চেয়ে নূর হোসেনের আপিল আজ
নূর হোসেন-ফাইল ছবি

ঢাকা: নারায়নগঞ্জের চাঞ্চল্যকর সাতখুন মামলার অন্যতম প্রধান আসামি সাবেক কাউন্সিলর নূর হোসেন ও তার গাড়ি চালক খালাস চেয়ে আজই হাইকোর্টে আপিল করবেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন নূর হোসেনের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর হোসেন আকন্দ। এজন্য আপিলের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। 

লুৎফর হোসেন আকন্দ বলেন,  নূরহোসেন আদালতে ১৬৪ ধারায় জবাবনবন্দিও দেননি। ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, এ জন্য আমরা বিচারিক আদালতের রায়েল প্রতি ক্ষুব্ধ। আমরা এ রায়ের বিরুদ্ধে আজই আপিল করব। আমরা আশা করছি আপিলের রায়ে নূর হোসেন ও তার গাড়ি চালক খালাস পাবেন।

গত ২২ জানুয়ারি আইনজীবী চন্দন সরকারসহ সাতখুন মামলার ৩৫ আসামির মধ্যে ২৬জনকে ফাঁসি ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয়জনের এবং পরদিন প্রায় একই স্থান থেকে আরেকজনের লাশ পাওয়া যায়।