English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৭ ১৬:১৬

সংবাদকর্মীদের ওপর হামলায় অভিযোগ নিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
সংবাদকর্মীদের ওপর হামলায় অভিযোগ নিল পুলিশ

ঢাকা: তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আধাবেলা হরতালের সময় এটিএন নিউজের দুই সংবাদকর্মীকে মারধরের ঘটনায় একটি অভিযোগ নিয়েছে শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, এটিএন নিউজের পক্ষ থেকে করা অভিযোগটি গ্রহণ করা হয়েছে।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নেওয়া হবে কি না, সে বিষয়ে ওসি জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে গেলে কিছু প্রক্রিয়া আছে। সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি দুদিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। সেই প্রতিবেদন পাওয়ার পর প্রক্রিয়া শেষে মামলা নেওয়া হবে।

গত বৃহস্পতিবার দুপুরে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে পুলিশ হরতালকারীদের ওপর কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ করে। এ সময় লাঠি চার্জের ঘটনাও ঘটে। হরতালের এ দৃশ্য ও সংবাদ সংগ্রহ করতে গেলে লাঞ্চিত হন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের দুই সংবাদকর্মী। তখনই তাঁরা পুলিশের হামলার শিকার হন।