English Version
আপডেট : ২৪ জানুয়ারি, ২০১৭ ১৫:১৬

বিমানের টয়লেট থেকে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণেরবার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
বিমানের টয়লেট থেকে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণেরবার উদ্ধার
গোল্ডবার-ফাইল ফটো

ঢাকা: রিজেন্ট এয়ারের টয়লেট থেকে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের সাত কেজি ওজনের ৬০টি স্বর্ণেরবার উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগের প্রিভেন্টিভ টিম।

মঙ্গলবার (২৪জানুয়ারি) সকালে ওমানের রাজধানী মাস্কট থেকে রিজেন্টস এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিমানটির টয়লেটে ময়লার ঝুড়িতে ৬০টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।