English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৭ ১২:০৩

বাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী যৌন হেনস্তার অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক
বাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী যৌন হেনস্তার অভিযোগ!

ঠাকুরগাঁও: ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে রাতের বাসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক ছাত্রী যৌন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে হানিফ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর হেনস্তার শিকার ছাত্রীর মা ঠাকুরগাঁও সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী শনিবার রাতে হানিফ পরিবহনের বাসে করে তাঁর মেয়ে ঠাকুরগাঁও থেকে ঢাকা যাচ্ছিলেন। পথে ওই বাসের সুপারভাইজার মাসুদ ও চালক রইস ওই ছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করেন।

এর পর বাসটি ঢাকার গাবতলী বাস টার্মিনালে পৌঁছালে বাসের ওই দুই কর্মচারী ওই ছাত্রীকে হুমকি দেন এবং একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এর মধ্যে ওই ছাত্রী মুঠোফোনে ঘটনাটি তাঁর স্বজনদের জানালে তাঁরা দ্রুত ছাত্রীকে উদ্ধার করে বাসায় নিয়ে যান।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান জানান, ওই বিশ্ববিদ্যালয় ছাত্রীর মায়ের বক্তব্য লিপিবদ্ধ করা হয়েছে। তদন্তের পর বাকি পদক্ষেপ নেওয়া হবে।