English Version
আপডেট : ২২ জানুয়ারি, ২০১৭ ২০:৪৪

‘ওই মেয়ে আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে’

নিজস্ব প্রতিবেদক
‘ওই মেয়ে আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে’
ক্রিকেটার আরাফাত সানির মা নার্গিস আখতার

ঢাকা: তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির মা নার্গিস আখতার বলেছেন, তার ছেলেকে ফাঁসানো হচ্ছে। তার ছেলে নির্দোষ। মিথ্যা তথ্য দিয়ে টাকা পয়সা হাতিয়ে নিতে মেয়েটি এসব অভিযোগ করছে। এর পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে।

রোববার (২২ জানুয়ারি) সকালে মোহাম্মদপুর থানার সামনে সাংবাদিকদের কাছে এই দাবি করেন সানির মা। 

আজ সকালে নাসরিন নামের এক তরুণীর অভিযোগের পর সানিকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তাকে এক দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়।

থানার সামনে সানির ভাই ফয়সাল বলেন, মেয়েটি অনেক দিন ধরে ঘুরঘুর করছিল। তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। এমনকি সে সানির বাসাতেও এসেছিল। কিন্তু সানি প্রত্যাখ্যান করায় মেয়েটি ক্ষিপ্ত হয়ে এই কাজ করেছে।