English Version
আপডেট : ২২ জানুয়ারি, ২০১৭ ১৬:০৯

ক্রিকেটার আরাফাত সানি একদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
ক্রিকেটার আরাফাত সানি একদিনের রিমান্ডে

ঢাকা: তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার (২২ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে ঢাকা সিএমএম আদালত হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াহিয়া।

এর আগে রোববার সকালে সানিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে এক সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার জানান, গত ৫ জানুয়ারি নাসরিন সুলতানা নামে এক তরুণী সানির বিরুদ্ধে মামলাটি করেন। নাসরিনের দাবি, সানির সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাদের অন্তরঙ্গ কিছু ছবি আরাফাত সানির মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

এদিকে সানির মা দাবি করেন, তার ছেলেকে (আরাফাত সানি) ফাঁসানোর জন্য নাসরিন নামের মেয়েটি মামলা করেছে। পুলিশ যদি বিষয়টি তদন্ত করে তা হলে বিষয়টি বেরিয়ে আসবে।

সাভারের আমিনবাজার এলাকা থেকে রোববার সকালে ক্রিকেটার আরাফাত সানিকে গ্রেফতার করে পুলিশ।