English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৭ ১৯:২৭

তেজগাঁওয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কিশোর খুন

নিজস্ব প্রতিবেদক
তেজগাঁওয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কিশোর খুন

রাজধানী: রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনি পাড়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে  প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবদুল আজিজ (১৬)নাম এক কিশোর খুন হয়েছে। 

বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।   ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আজিজের বন্ধু মাফিজুর তাদের প্রতিপক্ষের একটি ছেলেকে চাকু দিয়ে ভয় দেখান। এরপর বেলা আড়াইটার দিকে সাইমুন, জুয়েল ও মনিরসহ ৪ থেকে ৫ জন কিশোর তেজকুনিপাড়া এলাকায় গেলে আজিজ হাতে থাকা চাকু দিয়ে সাইমুনকে আঘাত করতে যায়। সাইমুন সেই আঘাত প্রতিহত করে আজিজের মাথায় পাল্টা আঘাত করে।   পুলিশের হাতে আটক হওয়া সাইমন জানিয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে আজিজ তাকে ছুরিকাঘাতের চেষ্টা করে। সে পাল্টা আঘাত করলে আজিজের মৃত্যু হয়।   পরে আজিজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, আজিজ আগেই মারা গেছে।

তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।