English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৭ ১৯:২০

বনানীতে ব্রিটিশ নম্বরের বিএমডব্লিউ এক্স-৫ জব্দ

নিজস্ব প্রতিবেদক
বনানীতে ব্রিটিশ নম্বরের বিএমডব্লিউ এক্স-৫ জব্দ

ঢাকা: রাজধানীর বনানী এলাকার একটি বাড়ি থেকে সাড়ে ৩ কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

মঙ্গলবার রাতে ২৫-এ রোডের, ‘আকাশপ্রদীপ’ নামে ৪৬ নম্বর বাড়ির বেসমেন্ট থেকে গাড়িটি জব্দ করা হয়। বিএমডব্লিউ এক্স-৫ মডেলের গাড়িটি ব্যবহার করছিলেন ঢাকার মোহাম্মদ মুহসিন আলম নামে এক ব্যবসায়ী।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বিদেশিদের জন্য প্রচলিত কারনেট সুবিধার অপব্যবহারের মাধ্যমে শুল্ক ফাঁকি দেওয়ায় গাড়িটি আটক করা হয়েছে। শুল্কসহ গাড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার দল মঙ্গলবার রাতে গাড়িটি আটক করে। এই ‘অদ্ভুত নম্বর প্লেটের’ সূত্রে নজরদারির পর এই অভিযান চালানো হয়। গাড়ির প্লেটে YF-05PVT লেখা ছিল। নম্বরটি ব্রিটিশ এবং তা পরিবর্তন না করে ঢাকায় গাড়িটি চলাচল করতো। ওই ব্যবসায়ী গাড়িটি আমদানি করার সময় উল্লেখ করেছিলেন, তিনি যুক্তরাজ্যের কভেন্ট্রিতে বসবাস করেন।

মইনুল খান জানান, কারনেটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও গাড়িটি জমা দেয়া হয় নি। এ ব্যাপারে একাধিক নোটিশও পাঠানো হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।