English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৭ ২২:৩১

শৈলকুপায় বৃদ্ধ কবিরাজকে কুপিয়ে হত্যা

জাহিদুর রহমান তারিক,
নিজস্ব প্রতিবেদক
শৈলকুপায় বৃদ্ধ কবিরাজকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় আসালত হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ কবিরাজকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

মঙ্গলবার বিকালে মির্জাপুর ইউনিয়নের যাদবপুর হুদামাইলমারী গ্রামের মাঠ থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আসালত হোসেন যাদবপুর হুদামাইলমারী গ্রামের মৃত মুনাউল্লাহর ছেলে। তিনি পেশায় কবিরাজ ছিলেন। 

শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে আসালত হোসেন মাঠে কাজ করতে যান। দুপুরে কে বা করা প্রকাশ্যে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। 

কবিরাজীর কারণে কেউ ক্ষুদ্ধ হয়ে তাকে হত্যা করতে পারে বলে পুলিশ মনে করছে। এব্যাপারে তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে ওসি জানান।  স্থানীয়রা জানান, সামাজিক বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে দুপুরে প্রতিপক্ষরা কুপিয়ে আসালতকে হত্যা করেছে। 

এ ব্যাপারে মঙ্গলবার সন্ধ্যায় শৈলকুপা থানায় মামলার হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।