English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৭ ০২:৫৪

কনডেম সেলের নম্বর যুক্ত পোশাকে নূর হোসেন-তারিক সাঈদরা

নিজস্ব প্রতিবেদক
কনডেম সেলের নম্বর যুক্ত পোশাকে নূর হোসেন-তারিক সাঈদরা

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুন মামলায় প্রধান আসামি নূর হোসেন ও র‌্যাবের বরখাস্ত কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে।

সোমবার সন্ধ্যায় কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে তাদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের আনা হয়। 

কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন- র‌্যাব-১১ এর র‌্যাবের ক্যাম্প কমান্ডার বরখাস্ত মেজর আরিফ হোসেন, র‌্যাবের ক্যাম্প কমান্ডার বরখাস্ত লে. কমান্ডার মাসুদ রানা ও ল্যান্স নায়েক বেলাল হোসেন।

কারা কর্তৃপক্ষ ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত আসামিদের নিয়ম অনুযায়ী কনডেম সেলে রেখেছেন। এছাড়া তাদের সাদা ও কালো চেক রঙের নম্বর যুক্ত পোশাক পরানো হয়েছে। 

দেশজুড়ে আলোচিত এই হত্যা মামলায় মোট ৩৫জন আসামির মধ্যে ২৬জনকে ফাঁসি ও ৯জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালত। আসামিদের মধ্যে অধিকাংশই র‌্যাব কর্মকর্তা।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয়জনের এবং পরদিন প্রায় একই স্থান থেকে আরেকজনের লাশ পাওয়া যায়।