English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৭ ০২:২৫

দুই শিশু সন্তানসহ মায়ের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
দুই শিশু সন্তানসহ মায়ের লাশ উদ্ধার

ঢাকা : রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকার একটি বাসা থেকে এক নারী ও তার দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি লেখা কাগজ উদ্ধার করা হয়েছে, যাকে সুইসাইড নোট হিসেবে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এদের মধ্যে মা আনিকা (২০) তার দুই শিশুর সন্তান শামীমা (৫) ও আবদুল্লাহ (৩)।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে দারুস সালামের শাহ আলী মাজারের পেছনে ছোট দিয়াবাড়ির ২৯/১ নং টিনশেড বাসায় এ ঘটনা ঘটে।   ঘটনার বর্ণনা দিয়ে থানার ওসি সেলিমুজ্জামান জানান, বিছানার উপর দুই শিশুর গলাকাটা লাশ পড়ে ছিল। আর ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আনিকার ঝুঁলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।   ওসি আরো জানান, তার স্বামী শামীম আহমেদ একজন সেলুনকর্মী। শামীমের বাড়ি গোপালগঞ্জে। তার স্ত্রী আনিকার বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুরে। লাশ তিনটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।