English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৭ ১২:৪২

জঙ্গি সাদ্দামের লাশ দেখতে চান বাবা-মা

নিজস্ব প্রতিবেদক
জঙ্গি সাদ্দামের লাশ দেখতে চান বাবা-মা

ঢাকা: মোহাম্মদপুর বেড়িবাঁধে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত জঙ্গি সাদ্দাম হোসেনের জঙ্গি কর্মকাণ্ডের প্রতি ঘৃণা প্রকাশ করলেও শেষ বারের জন্য ছেলের লাশটি দেখতে চান তার বাবা-মা। 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার প্রত্যন্ত তিস্তাপাড়ের চর বিদ্যানন্দ গ্রামের তাজুল আলমের পুত্র সাদ্দাম হোসেন। ৬ ভাই ১ বোনের মধ্যে সাদ্দাম ছিল চতুর্থ। পরিবার থেকে বিচ্ছিন্ন সাদ্দাম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় শ্বশুর বাড়িতে বসবাস করতেন।   সাদ্দাম কুড়িগ্রামের ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলার চার্জশিটভুক্ত ২ নং আসামি। তিনি লালমনিরহাট সরকারি অনার্স কলেজে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের ১ম বর্ষের ছাত্র ছিলেন। 

সাদ্দামের বাবা তাজুল আলম জানান, দীর্ঘদিন থেকে যোগাযোগ না থাকায় সন্তানের জঙ্গি সম্পৃক্ততার কথা তারা জানতেন না। আগে মাঝে মধ্যে বাড়িতে এলেও গত ২ বছরে একবারও আসেনি। তবে ছেলের এই নোংরা পথে পা বাড়ানোর খবর শুনে আমরা লজ্জিত।   কুড়িগ্রাম সদর থানার ওসি আব্দুস সোবহান জানান, সাদ্দাম উত্তরাঞ্চলের সবকটি জঙ্গি হামলায় জড়িত ছিল। ২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়ায় জাপানি নাগরিক কুনিও হোশি এবং ২০১৬ সালের ২২ মার্চ কুড়িগ্রামের মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন।