English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৭ ১৩:৪২

সাদ্দাম-মারজানের দেহে একাধিক গুলির চিহ্ন

নিজস্ব প্রতিবেদক
সাদ্দাম-মারজানের দেহে একাধিক গুলির চিহ্ন

ঢাকা: রাজধানীর রায়েরবাজার এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত জঙ্গি নুরুল ইসলাম মারজান ও তার সহযোগী সাদ্দাম হোসেনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাদের দেহে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে।

শনিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্ত শুরু হয়। সোয়া ১১টায় শেষ হয়।

ঢামেক হাসপাতালের ফরেসিক বিভাগের বিভাগী প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, মারজান ও সাদ্দামের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে খুব কাছ থেকে তাদের গুলি করা হয়।

সোহেল মাহমুদ আরো জানান, নিহত সাদ্দামের শরীর থেকে তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উভয়ের ভিসেরা পরীক্ষা করার জন্য তাদের পাকস্থলী, হার্ট ও গুরুত্বপূর্ণ অংশ সংগ্রহ করা হয়েছে।

বর্তমানে মরদেহগুলো ঢামেকের হিমাগারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ তাদের লাশ হস্তান্তর করবে।

গত বৃহস্পতিবার ৫ জানুয়ারি রাতে রায়েরবাজার বেড়িবাঁধের কাছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলশানের হোলি আর্টিজান ও রংপুরে জাপানি নাগরিক হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি মারজান ও সাদ্দাম নিহত হয়।