English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৭ ১৯:০৫

নাসিরনগরে হামলার ‘মূল ইন্ধনদাতা’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নাসিরনগরে হামলার ‘মূল ইন্ধনদাতা’ গ্রেফতার
হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান আখি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িযার নাসিরনগরের হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার ‘ইন্ধনদাতা’ হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান আখিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এই অভিযানের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া ডিবি পুলিশের ওসি মফিজউদ্দিন ভূইয়া।   অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, আতিকুর রহমান আখি নাসিরনগরের বাড়িঘর ও মন্দিরে হামলার ‘ইন্ধনদাতা’। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল।   ডিবির ওসি মফিজউদ্দিন ভূইয়া বলেন, আতিকুর রহমান আখিকে ঢাকার ভাটারা থেকে গ্রেফতার করা হয়েছে।