English Version
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৬ ২৩:৫০

হিন্দু বাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় আ.লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
হিন্দু বাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় আ.লীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে শেখ আব্দুল আহাদ নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের ঘোষপাড়ায় অবস্থিত নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আহাদ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

নাসিরনগর থানার ওসি আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা নিশ্চিত হয়েছি, ওই দিনের ঘটনায় উসকানি এবং হামলার ঘটনায় আব্দুল আহাদ জড়িত ছিলেন।’

গত ৩০ অক্টোবর ধর্ম অবমাননা অভিযোগ তুলে নাসিরনগরে শতাধিক হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও অন্তত ১০টি মন্দিরে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় ৭টি মামলা দায়ের করা হয়।