English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৬ ২২:১০

আশকোনায় আত্মসমর্পণকারী দুই নারী ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
আশকোনায় আত্মসমর্পণকারী দুই নারী ৭ দিনের রিমান্ডে

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় 'অপারেশন রিপল-২৪' অভিযানে আত্মসমর্পণকারী দুই নারী জেএমবি সদস্যকে সাতদিন রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

তারা হলেন, নব্য জেএমবির নেতা মেজর (অব.) জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার শিলা ও মুসার স্ত্রী তৃষ্ণা মনি।

সোমবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের পরিদর্শক সাইদুর রহমান। 

পরে ঢাকা মহানগর হাকিম মেহের নেগার সূচনা সাত দিন রিমান্ডের আদেশ দেন। এ সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী আদালতে ছিলেন না।

পুলিশের অপরাধ ও তথ্য প্রসিকিউশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার মিরাস উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শুক্রবার মধ্যরাত থেকে আশকোনার পূর্বপাড়ার সূর্য ভিলায় জঙ্গিবিরোধী অভিযান চালায় পুলিশ। 

শনিবার সকালে ওই আস্তানা থেকে দুই শিশুসহ দুই নারী আত্মসমর্পণ করেন। এক নারী ও কিশোর আফিফ কাদেরী আত্মঘাতী হয়। আফিফ কাদেরী নিহত জঙ্গি তানভীর কাদেরীর যমজ ছেলের একজন। 

শনিবারই ওই নারীর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। বাসাটি অন্ধকার থাকায় রাতে উদ্ধার অভিযান স্থগিত করে পুলিশি পাহারায় রাখা হয়। 

রোববার সকাল ১০টায় সেখানে উদ্ধার অভিযানে যায় সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টরা। সন্ধ্যায় উদ্ধার অভিযান শেষ হয়। রাতে আফিফ কাদেরীর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।