English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৬ ১৬:৪৮

মালিবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক
মালিবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

ঢাকা : রাজধানীর মালিবাগে বাসার ডুকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবদুস সাত্তার মণ্ডল (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টায় আবদুস সাত্তারকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে যান তার ছেলে বন্ধু ফুয়াদ আহমেদ।   ফুয়াদ জানান, গত কয়েক দিন আগে সাত্তার বাদে তার পরিবারের সকল সদস্য গ্রামের বাড়িতে বেড়াতে যান। সোমবার সকালে ওই বাড়ির মালিক তাকে ফোন করে জানান, বাসার ভেতরে সাত্তারকে কে বা কারা ছুরিকাঘাত করেছে। পরে সাওন ফোন দিয়ে জানালে ফুয়াদ সেখানে গিয়ে সাত্তারকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক সাত্তারকে মৃত ঘোষণা করেন।   বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।   আবদুস সাত্তার মালিবাগ এলাকার পাবনা গলির ২২২/১০ নম্বর বাসায় ভাড়া থাকতেন। তার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা গ্রামে।