English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৬ ১৪:০৬

স্বামী-স্ত্রী ও এক সন্তানের কথা বলে ওই বাড়ি ভাড়া নেয় জঙ্গিরা

নিজস্ব প্রতিবেদক
স্বামী-স্ত্রী ও এক সন্তানের কথা বলে ওই বাড়ি ভাড়া নেয় জঙ্গিরা

দক্ষিণখানের আশকোনায় ‘সূর্যভিলা’ নামে যে বাড়িতে পুলিশ অভিযান চালাচ্ছে গত সেপ্টেম্বরে সে বাড়িটি ভাড়া নিয়েছিল জঙ্গিরা। বাড়ির মালিকের বড় মেয়ে জোনাকি সাংবাদিকদের এ তথ্য জানান।

জোনাকি বলেন, বাড়ির মালিক তার বাবা জামাল হোসেন একজন যুক্তরাষ্ট্র প্রবাসী।  দুই বোনের মধ্যে জোনাকি বড়। তিনি বাবার বাড়ির কাছেই আরেকটি বাড়িতে থাকেন।

জঙ্গিদের বাসা ভাড়া দেওয়ার বিষয়ে জোনাকি বলেন, বাবার বাড়িতে টু-লেট টাঙানো ছিল। গত ১ সেপ্টেম্বর মো. ইমতিয়াজ আহমেদ পরিচয় দিয়ে একজন নিচতলার বাসাটি দেখতে আসেন। 

তখন ওই ব্যক্তি নিজেকে অনলাইন ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন এবং বলেন যে বাসায় তিনি, স্ত্রী ও এক বাচ্চা থাকবে। ১০ হাজার টাকায় তিনি বাসাটি ভাড়া নেন। ৩ সেপ্টেম্বর পরিবার নিয়ে তিনি সেখানে ওঠেন।

জোনাকি জানান, বাসা ভাড়া দেওয়ার পর তিনি বেশ কয়েকবার ওই বাসায় গেছেন। বাসায় ল্যাপটপ, খাট, ড্রেসিং টেবিল, ফ্রিজ দেখেছেন। মাঝে মাঝে দুজন নারী ওই বাসায় আসতেন। জিজ্ঞেস করলে বলতেন, মা ও এক আত্মীয়।

জোনাকি জানান, বাসায় ওঠার সময় ওই ভাড়াটিয়াদের বাচ্চার বয়স ছিল ৪০ দিন। সাধারণত তারা বের হতেন না। জানতে চাইলে বলতেন, হিজড়ারা বাচ্চা দেখলে টাকা চায়। সে কারণে বের হন না।

বাসা ভাড়া নেওয়ার সময় পরিবারটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়েছে, ভাড়াটেসংক্রান্ত ফরম পূরণ করেছে এবং সে ফরম থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান জোনাকি।