English Version
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৬ ১১:৩৪

১৩০ কোটি রুপি জালিয়াতির দায়ে অভিনেত্রী আটক

অনলাইন ডেস্ক
১৩০ কোটি রুপি জালিয়াতির দায়ে অভিনেত্রী আটক

১৩০ কোটি রুপি জালিয়াতির দায়ে গ্রেপ্তার করা হলো ভারতের মালায়লম অভিনেত্রী ধন্যা মেরি ভার্গিসকে। মাস খানেক ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন এই অভিনেত্রী, তার স্বামী জন ও ভাই স্যামুয়েল। এই তিনজনকেই তামিলনাড়ুব নাগেরকয়েল থেকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। গত মাসে এই একই মামলায় পুলিশ গ্রেপ্তার করেছিল ধন্যা মেরির শ্বশুর জ্যাকব স্যামসনকে।

তামিলনাড়ু সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারি জ্যাকব স্যামসন প্রোমোটারির ব্যবসা চালান। ফ্ল্যাট তৈরি করে দেয়ার জন্য টাকা নিয়েও ফ্ল্যাট না দেয়ায় পুলিশের কাছে তার নামে অভিযোগ জানান প্রতারিত গ্রাহকরা। এই মামলায় জড়িয়ে যান ধন্যা মেরি ও তার স্বামীও। জ্যাকব স্যামসনের রিয়েল এস্টেট ফার্ম স্যামসন অ্যান্ড সন্সের ডিরেক্টর না হওয়া সত্ত্বেও কোম্পানির ওয়েবসাইটে নিজেকে ডিরেক্টর বলে দাবি করেন ধন্যা মেরি। সেই কারণে জালিয়াতির মামলায় তার নামও জড়িয়ে গেছে।