English Version
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৬ ১৫:১৭

নিখোঁজের একসপ্তাহ পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিখোঁজের একসপ্তাহ পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

মো. ইলিয়াছ মোল্লা: গাজীপুরের বিপ্রবর্থা এলাকায় নিখোঁজের এক সপ্তাহ পর অবশেষে বাড়ির সেপটি ট্যাংক থেকে পাওয়া গেল ৮ম শ্রেণির ছাত্র আতিকুর রহমানের মরদেহ। 

গত শুক্রবার দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। 

এর আগে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার সকালে বিপ্রবর্থা এলাকার দীঘি মৎস খামারের পাশে স্থানীয় সিরাজের বাড়ির সেপটি ট্যাংক থেকে দুর্গন্ধ আসায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে সেপটি ট্যাংকের ভেতর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

মরদেহের খবর পেয়ে নিহত আতিকুর রহমানের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ সনাক্ত করেন। এর আগে গত শুক্রবার রাতে কাউলতিয়া জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আতিকুর রহমান পাশের দেওয়ান ব্রিকস নামের ইটভাটার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয়। 

এঘটনায় জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেন নিহতের স্বজনরা। পরে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ভাটার ট্রাকচালক আব্দুল আলিম (৩২), ইটভাটার শ্রমিক খোরশেদ আলম (২২), শাহিনুর রহমান (২২) এবং শফিকুর রহমান টাইগারকে (২৩) আটক করে পুলিশ। 

আটক শাহীনুর স্বীকারুক্তিমূলক জবানবন্দিতে পুলিশকে জানায়, ঢাকায় ইটের চালান নিয়ে যাবার পর ট্রাকের ডালার আঘাতে মারা যান আতিক। পরে নিহত আতিকের লাশ গাজীপুর এনে ইটভাটার মালিক ইমরান দেওয়ানের কাছে হস্তান্তর করেন তারা। 

গাজীপুর সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ফারুক আহম্মেদ জানান, স্থানীয় বিপ্রবর্থা এলাকার আব্দুর রশিদের ছেলে আতিকুর রহমান (১৫) এবার কাউলতিয়া জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে দরিদ্র পরিবারের সন্তান কারখানা বাজার এলাকার দেওয়ান ব্রিকস ভাটার ট্রাকে শ্রমিকের কাজ নেয়। রাতে আতিক ইটভাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। 

আতিক নিখোঁজ হওয়ার পর সোমবার দুপুরে তার সঙ্গে থাকা ওই চারজনকে ডেকে স্থানীয়দের নিয়ে শালিস করা হয়। এ সময় তারা একেকবার একেক তথ্য দিলে সন্দেহের সৃষ্টি হয়। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।