English Version
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৬ ১৮:০৬

তুরাগে পৃথক অভিযানে ২ মাদক ব্যাবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
তুরাগে পৃথক অভিযানে ২ মাদক ব্যাবসায়ী আটক

মোঃ ইলিয়াছ মোল্লা: রাজধানীর তুরাগের রোসাদিয়া ও তাফালিয়া এলাকা থেকে ১০৮ পিস ইয়াবা, ৯ ক্যান বিয়ার ও ১ বোতল বিদেশী মদ সহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে তুরাগ থানা পুলিশ । 

রবিবার দুপুর ১২টার দিকে, গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানার এ এস আই রুবেল ও এ এস আই জুয়েল তুরাগের রোসদিয়া এলাকার নিজ বাসা থেকে মোঃ বিল্লাল হোসেন (৩৪)কে ১০৮পিস ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে যায়, আটককৃত বিল্লালের বাবার নাম মোঃ আব্দুল বারেক।

অপর দিকে এস আই আশরাফুল ইসলাম সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগের তাফালিয়া এলাকায় অভিযান চালিয়ে ১ বোতল বিদেশী মদ, ৯ ক্যান বিয়ার সহ উত্তম মণ্ডল (২৯) নামে ১জনকে আটক করে, আটক কৃতের বাবার নাম শীতল মণ্ডল । এ ব্যাপারে তুরাগ থানায়  মাদক আইনে পৃথক ২টি মামলা হয়েছে যার নং-১০ও ১১ তাং ১১/১২/১৬ইং।