English Version
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৬ ১২:১৬

দিয়াজের মরদেহ কবর থেকে উত্তোলন

অনলাইন ডেস্ক
দিয়াজের মরদেহ কবর থেকে উত্তোলন

ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহ পুনরায় ময়নাতদন্তের জন্য শনিবার সকালে কবর থেকে তোলা হয়েছে। লাশ তুলে ঢাকার দিকে রওনা হয়েছে তদন্তের দায়িত্বে থাকা সিআইডি’র একটি দল।

এর আগে শনিবার সকাল সোয়া ৮টার দিকে দিয়াজের মরদেহ তোলা হয়। এরপর কবরের পাশেই ২০ মিনিট ধরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে সিআইডি। পরে দিয়াজের মরদেহবাহী গাড়ি ঢাকার উদ্দেশে রওনা হয়।

মরদেহ তোলার সময় দিয়াজের মামা সাজেদবিন হামিদ, সিআইডির তদন্ত কর্মকর্তা এএসপি অহিদুর রহমান, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল রহমান সর্দার ও বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোকাদ্দেস হোসাইন উপস্থিত ছিলেন।

সিআইডির চট্টগ্রাম জোনের এএসপি অহিদুর রহমান বলেন, লাশ তোলার পর প্রাথমিক রিপোর্ট নেওয়া হয়েছে। এখন ঢাকায় নিয়ে লাশের পুনরায় ময়নাতদন্ত করা হবে। আশা করি বিকেলের ভেতর ময়নাতদন্ত শেষ হবে। শেষ করার পর রাত ১০টার ভেতর চট্টগ্রামে এসে পুনরায় দিয়াজের মরদেহ দাফন করা হবে।

গত ২০ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় দিয়াজের মরদেহ দেখা যায়। রাত সাড়ে ১২টায় পুলিশ মরদেহ উদ্ধার করে।

২৩ নভেম্বর দিয়াজের ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়। এতে দিয়াজের মৃত্যু আত্মহত্যাজনিত কারণে হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে দিয়াজের পরিবার ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে তাকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করে।

এরই পরিপ্রেক্ষিতে ৬ ডিসেম্বর চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে তদন্তের জন্য দিয়াজের মরদেহ তোলার আদেশ দেন। একই সঙ্গে তিন সদস্যের বিশেষজ্ঞ টিম গঠন করে ময়নাতদন্ত সম্পন্ন করার জন্য ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধানকে নির্দেশ দেওয়া হয়।