English Version
আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০৯

গৃহবধূর গায়ে পেট্রোল ঢেলে হত্যা চেষ্টা

মুজাহিদুল ইসলাম সোহেল,
নিজস্ব প্রতিবেদক
গৃহবধূর গায়ে পেট্রোল ঢেলে হত্যা চেষ্টা

নোয়াখালীতে যৌতুকের দাবিতে কামরুন্নাহার নিপু নামের এক গৃহবধূর গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার গুরতর অভিযোগ পাওয়া গেছে। মুমূর্ষ অবস্থায় অগ্নিদগ্ধ ৮ মাসের অন্তসত্ত্বা গৃহবধূ নিপুকে প্রথমে নোয়াখালী জেনারেল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় রুমা আক্তার (২৫) ও দেলোয়ার হোসেনসহ ২জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে।

জানা গেছে, কবিরহাট উপজেলার ধানশালিক গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে কামরুনাহার নিপুর সাথে সদর উপজেলার পূর্ব শুল্লকিয়া গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র সিএনজি চালক মহসিনের সাথে এ বছরের জানুয়ারী মাসে বিবাহ হয়।   নিপুর মা নুরনাহার জানান,বিয়ের পর মহসিন যৌতুকের জন্য দফায় দফায় নিপু উপর অত্যাচার ও মারধর করে। এবং তাকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এনিয়ে কয়েক দফায় শালিসী বৈঠক ও হয়। ঘটনার দিন মহসিন নিপুর গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন। স্থানীয় ওয়ার্ড মেম্বার বেলাল মিসরী গৃহবধূর নির্যাতনের সালিশী বৈঠকের বিষয়ে শিকার করেন।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ঘটনার স্থল পরিদর্শন করেন। এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় অগ্নিদগ্ধ মহিলাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।