English Version
আপডেট : ৬ ডিসেম্বর, ২০১৬ ১০:৪৫

মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

অনলাইন ডেস্ক
মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার সকাল ৭টার দিকে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি আরো জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলার গাংনী উপজেলার পুরাতন মটমুরা গ্রামের সতীর ইটভাটার পাশে ‘বন্দুকযুদ্ধ’র ঘটনাটি ঘটে। 

এ ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম জানা যায়নি। ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশি অস্ত্র জব্দ করেছে পুলিশ।