English Version
আপডেট : ৯ অক্টোবর, ২০১৬ ১২:৪১

রাখে আল্লাহ্‌, মারে কে? সুবাহানআল্লাহ্‌! খাদিজা জ্ঞান চোখ মেলে যা করল…দেখুন ভিডিওটি

অনলাইন ডেস্ক
রাখে আল্লাহ্‌, মারে কে? সুবাহানআল্লাহ্‌! খাদিজা জ্ঞান চোখ মেলে যা করল…দেখুন ভিডিওটি

চাপাতির কোপে গুরুতর আহত খাদিজা বেগম নার্গিসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতালের অ্যাসোসিয়েট মেডিক্যাল ডিরেক্টর মির্জা নাজিম উদ্দিন সাংবাদিকদের এ কথা জানান। মির্জা নাজিম উদ্দিন জানান, খাদিজা একবার চোখ মেলেছিলেন, ডান হাত ও ডান পায়েও সাড়া দিয়েছেন। ৯৬ ঘণ্টা পর আমরা একটু বলতে পারি তার অবস্থার উন্নতি হয়েছে। আরও দুই থেকে তিন সপ্তাহ পর তার নিউরোলজিক্যাল স্ট্যাটাস বোঝা যাবে। আমরা আশাবাদী, আপনারা তার জন্য দোয়া করবেন।সংবাদ সম্মেলনে খাদিজার শারীরিক অবস্থার বিস্তারিত তুলে ধরেন খাদিজার অপারেশন করা চিকিৎসক নিউরো সার্জন ডা. এ এম রেজাউস সাত্তার। তিনি বলেন, খাদিজার বেঁচে থাকার সম্ভাবনা বেড়েছে। তার শরীর রেসপন্স করছে। খাদিজা কনসাস নয়। তবে ব্যথা দিলে রেসপন্স করছে। ডান হাত ও পা নাড়াচ্ছে।

ব্রিফিংয়ে থাকা স্কয়ার হাসপাতালের পরিচালক মির্জা নাজিম উদ্দিন বলেন, নার্গিস মারা গেছে কি না, এরকম প্রশ্ন করে আমাদের বিব্রত করবেন না। প্রতিদিনই আমাদের কাছে এমন বিব্রতকর শতাধিক ফোন আসে। যেটা কাম্য নয়। তাই বলছি, যখন কোনো আপডেট থাকে আমরা নিজেরাই আপনাদের জানাবো।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর সিলেট মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা পরীক্ষা দিতে সিলেটের এমসি কলেজে গিয়েছিলেন। পরীক্ষা শেষে ফেরার সময় এমসি কলেজের পুকুরপাড়ে খাদিজাকে কুপিয়ে গুরুতর জখম করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল আলম।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খাদিজাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সোমবার তাকে ঢাকায় আনা হয়। মঙ্গলবার সকালে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর খাজিদাকে লাইফ সাপোর্টে রাখা হয়।