English Version
আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০১৬ ০২:০৫

ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ছড়ানোর অভিযোগে মামলা

অনলাইন ডেস্ক
ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ছড়ানোর অভিযোগে মামলা

প্রেমের সম্পর্কের সূত্রে প্রতারণার আশ্রয় নিয়ে এক ছাত্রীকে ধর্ষণ করে তার ভিডিও ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে ঝালকাঠির এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ছাত্রীটির বাবা বাদী হয়ে পর্নোগ্রাফি আইনের ধারায় ওই যুবকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

তবে অভিযুক্ত যুবক পালিয়ে আছে। সে ঝালকাঠি শহরের বাসিন্দা।

মামলার অভিযোগ থেকে ঝালকাঠি সদর থানার পরিদর্শক মো. মাহে আলম (ওসি অপারেশন) জানান, একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষে পড়া ওই ছাত্রীকে  প্রেমের ফাঁদে ফেলে গত ২৪ এপ্রিল দুপুরে ওই যুবক শহরের তার এক খালাতো ভাইয়ের বাসায় নিয়ে যায়।

সেখানে ছাত্রীটিকে ধর্ষণ করে। এবং সে গোপনে সেটা ভিডিও ধারণ করে। পরে ফেইজবুকে সেই ভিডিও ছড়িয়ে দেয় ওই যুবক।

ওসি বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে চেস্টা চলছে।