English Version
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০১৬ ০২:২৮

কুয়াকাটায় ৮০ পিস সুন্দরী কাঠসহ ট্রলার জব্দ

অনলাইন ডেস্ক
কুয়াকাটায় ৮০ পিস সুন্দরী কাঠসহ  ট্রলার জব্দ

কুয়াকাটায় ইঞ্জিন-চালিত একটি ট্রলার ভর্তি ৮০ পিস সুন্দরী গাছ জব্দ করেছে কোস্টগার্ড। রোববার (৪ সেপ্টেম্বর) বিকালে নিজামপুর কোস্টগার্ড আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে এ গাছ জব্দ করে। এ ঘটনায় পাচারকারী দলের কোন সদস্যকে আটক করা সম্ভব হয়নি।  

নিজামপুর কোস্টগার্ড ক্যাম্প সূত্রে জানা গেছে, সুন্দরবন থেকে চোরাইকৃত এ সুন্দরী গাছ নৌপথে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জব্দ করা হয়। পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়।

ফলে এ ঘটনায় পাচারকারী দলের কাউকে আটক করা সম্ভব হয়নি।     বড় নিশানবাড়িয়া ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ডের একটি দল আন্ধারমানিক নদীতে অভিযান চালায়। কাঠ চোরাকারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলার ও সুন্দরী গাছ ফেলে নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সুন্দরী কাঠসহ ট্রলারটি আটক করে নিজামপুর ক্যাম্পে নিয়ে আসে।

তিনি আরও জানান, রোববার শেষ বিকালে ট্রলার বোঝাই গাছ বড় নিশানবাড়িয়া ফরেস্ট ক্যাম্পে নেয়া হয়েছে।

নিজামপুর কোষ্টগার্ড ষ্টেশনের সিনিয়র চীফ পেটি অফিসার মো. সিরাজুল ইসলাম সুন্দরী কাঠ জব্দের সত্যতা নিশ্চিত করে জানান, পাচারকারীরা নীলগঞ্জ ইউনিয়নের সংলগ্ন আন্ধারমানিক নদীতে ট্রলার ভর্তি গাছ ফেলে পালিয়ে যায়। আটক ট্রলার ও গাছের মূল্য প্রায় চার লাখ টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

তিনি আরও বলেন, জব্দকৃত গাছ ও ট্রলার বনবিভাগের বড় নিশানবাড়িয়া ফরেস্ট ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।