English Version
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০১৬ ০২:২৩

চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মাদারীপুরে মানববন্ধন

অনলাইন ডেস্ক
চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মাদারীপুরে মানববন্ধন

মাদারীপুরের রাজৈর উপজেলার এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ।

অভিযোগে জানা যায় , হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর এর ইন্ধনে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র বিশ্বাস এর  বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা ইতিমধ্যেই করা হয়েছে ।

এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে রোববার দুপুরে জেলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে ১ ঘন্টা মানববন্ধন করে এলাকাবাসী ।

মানববন্ধন শেষে বিক্ষুদ্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে । এসময় প্রায় ৩০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র বিশ্বাস দুজনেরই বাড়ি রাজৈর উপজেলার আড়ূয়াকান্দি গ্রামে।