English Version
আপডেট : ৪ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৫৩

প্রেমিকের বন্ধুর বাসায় যাওয়াই কাল হলো তরুণীর

অনলাইন ডেস্ক
প্রেমিকের বন্ধুর বাসায় যাওয়াই কাল হলো তরুণীর

যৌনতায় বাধা দেওয়ায় বন্ধুর প্রেমিকাকে খুনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের ভিরারে।

গতকাল প্রেমিকের সঙ্গে দেখা করতে অভিযুক্তর বাড়িতে গিয়েছিলেন ১৯ বছরের ওই তরুণী। সেখানে গিয়েই প্রেমিকের সঙ্গে দেখা করতেন তিনি। কিন্তু, গতকাল সেখানে গিয়ে দেখেন যে তিনি নেই। এরই সুযোগ নিয়ে সেই সময়, তরুণীর ওপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত। কিন্তু, বাধা দেন ওই তরুণী। তখনই কুড়াল দিয়ে তাঁকে কোপায় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণীর। ঘটনার পর সেখানে পৌঁছে দীপককে হাতেনাতে ধরে ফেলে মৃতার প্রেমিক। তিনি দীপককে থানায় নিয়ে আসেন। দীপককে গ্রেপ্তার করেছে পুলিশ।