English Version
আপডেট : ৪ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৪৬

পাবনায় স্কুল ছাত্রীকে ধর্ষণ

অনলাইন ডেস্ক
পাবনায় স্কুল ছাত্রীকে ধর্ষণ

পাবনা সদর উপজেলার রামচন্দ্রপুরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভিকটিমের পরিবার থানায় মামলা দায়ের করেছে। তবে ধর্ষণকারীকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ভিকটিমের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে রামচন্দ্রপুর গ্রামের আব্দুস সালাম (৩৫) ওই ছাত্রীকে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। শুক্রবার সকালে ওই ছাত্রীকে হাত-পা, বাঁধা অবস্থায় অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে আব্দুস সালাম পলাতক রয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হাসান বলেন, সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুস সালাম ওই স্কুলছাত্রীকে বাড়ির পাশ থেকে ধরে নিয়ে হাত, পা ও মুখ বেঁধে ধর্ষণ করে বলে অভিযোগ করেছে ভিকটিমের পরিবার।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি দামলা করা হয়েছে। মামলা নং ৮।

ওসি জানান, ‘আগামীকাল শনিবার মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হবে। আব্দুস সালামকে গ্রেপ্তারে অভিযান চলছে।’