English Version
আপডেট : ২ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৩০

নড়াইলে পাচার শিশু পুত্রকে উদ্ধার

উজ্জ্বল রায়
নড়াইলে পাচার শিশু পুত্রকে উদ্ধার

নড়াইলের নারান্দিয়া গ্রামে এক বছরের শিশু পুত্রকে পাচারের পর উদ্ধার করা হয়েছে। তবে পাচারকারীকে আটক করা যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার (৩১ আগষ্ট) রাতে জয়পুর ইউনিয়নের নারান্দিয়া গ্রামের বিশ্বজিৎ বিশ্বাস ও তার স্ত্রী শতাব্দী বিশ্বাস তাদের একমাত্র শিশু পুত্র বিশাল বিশ্বাসকে নিয়ে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়েন।

জানা যায়, রাত ৩ টার দিকে মা শতাব্দী বিশ্বাসের ঘুম ভেঙ্গে গেলে বিছানায় তাদের সন্তানকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করেন। এসময় প্রতিবেশিরা দ্রুত ছুটে এসে বাড়িসহ আশপাশে অনেক স্থানে খোঁজ করে। কিন্তু ওই শিশু সন্তানের কোন সন্ধান পাওয়া যায়নি। সন্তান নিখোঁজের বিষয়টি রাতেই বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। পরের দিন বৃহস্পতিবার ভোরে একই ইউনিয়নের জয়পুর গ্রামের আলম সরদারের ছেলে শিশু পাচারকারী মতিয়ার সরদার (২৫) ওই সন্তানকে নিয়ে উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা বাজারের পাশে বান্দা বটতলা নামক স্থানের একটি রাস্তা দিয়ে পাচারের চেষ্টা করছিল।

এ সময় এড়েন্দা গ্রামের মঙ্গল বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস মতিয়ার সরদারের কোলে শিশু সন্তানকে দেখে সন্দেহ করে। এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই পাচারকারী শিশু সন্তানকে রাস্তার ওপর ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে বিশালের পরিবারের সদস্যরা খবর পেয়ে বিশালকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

জয়পুর ইউপি চেয়ারম্যান আকতার হোসেন উদ্ধার হওয়া শিশুটিকে দেখতে ছুটে যান তার বাড়িতে। ঘটনাটি লোহাগড়া থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।