English Version
আপডেট : ৩১ আগস্ট, ২০১৬ ১১:৫৭

দৌলতপুরে ২ স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি

অনলাইন ডেস্ক
দৌলতপুরে ২ স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম  শ্রেণীর দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে একই স্কুলের দপ্তরি জমির উদ্দিনের বিরুদ্ধে ।

সূত্রে জানায়, জমির উদ্দিন দীর্ঘদিন ধরে ঐ দুই শিক্ষার্থীকে  উত্যক্ত করে আসছিল । এরই ধারাবাহিকতায় সম্প্রতি এক স্কুল ছাত্রীকে ৫০০ টাকা হাতি ধরিয়ে দিয়ে কুপ্রস্তাব দেয় লম্পট জমির উদ্দিন । ঐ স্কুল শিক্ষার্থী কুপ্রস্তাবে প্রতিবাদ করে চিৎকার দিলে অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় ঐ লম্পট ।

এছাড়া  অপর এক ছাত্রীকে গায়ে হাত দিয়ে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে । পরে ওই দুই ছাত্রী বাসায় গিয়ে পরিবারের লোকজনের কাছে বিষয়টি খুলে বললে তারা বিযয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানান ।

অভিযোগের প্রেক্ষিতে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে এক জরুরী সভা আহ্বান করা হয় ।

সূত্র জানায়, প্রাথমিকভাবে অভিযোগ প্রমানিত হওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহনে দৌলতপুর উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ জানানো হয় ।

দৌলতপুর উপজেলা শিক্ষা অফিসার  জয়নুল আবেদিন জানান, অভিযোগ পাওয়ার পর তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে । তদন্ত কমিটি গত সোমবার থেকে তদন্ত শুরু করেছে তিন কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে । তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা  হবে ।

অভিযুক্ত জমির উদ্দিন বোয়ালিয়া গ্রামের  লোকমান মালিথার ছেলে । ঘটনার পর থেকে সে গা ঢাকা দিয়েছে ।

বিষয়টি নিয়ে অভিভাবক মহল ব্যাপকক্ষোভ প্রকাশ করে বলেন, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোমলমতি শিশুদের মনে প্রভাব ফেলবে । অতিদ্রুত এই লম্পটকে গ্রেফতার করে কঠিন শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।