English Version
আপডেট : ৩০ আগস্ট, ২০১৬ ২০:৩৮

নড়াইলে অস্ত্র মাদকদ্রব্যসহ আটক ৩

উজ্জ্বল রায়
নড়াইলে অস্ত্র মাদকদ্রব্যসহ আটক ৩

নড়াইলে মাদক ব্যবসায়ী আক্তারুজ্জামান বাবুল (৪৫) ও তার স্ত্রী সালমা বেগম (৩৫) ও মাসুমকে (২৫) আটক করেছে ডিবি পুলিশ। এসময়ে তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ১৬ বোতল ফেন্সিডিলসহ ১৫ পুরিয়া হিরোইন জব্দ করে পুলিশ।

শহরের ভওয়াখালী এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। মাদক ব্যবসায়ী আক্তারুজ্জামান বাবুল। চৈাকশ টিমের সফল অভিযান পরিচালনা করেন এ এস আই হাসান, এ এস আই আলমগীর, নারায়ন, শরিফ শিমুল বায়জিদম,মুরাদ সহ ডিবি পুলিশের চৈাকশ টিমের অনান্য সদস্যরা।

এবিযয়ে এ এস আই হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি  জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে বাবুলের বাড়িতে হানা দেয় পুলিশ। এসময়ে একটি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ১৬ বোতল ফেন্সিডিল ও ১৫ পুরিয়া হিরোইনসহ  ৩ জনকে আটক করে।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান অস্ত্র-গুলি ও মাদকসহ ৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।