English Version
আপডেট : ৩০ আগস্ট, ২০১৬ ১১:১১

জঙ্গি আস্তানার বাড়ির মালিক নূরউদ্দিনকে রিমান্ডে

অনলাইন ডেস্ক
জঙ্গি আস্তানার বাড়ির মালিক নূরউদ্দিনকে রিমান্ডে

নারায়ণগঞ্জের যে বাড়িতে জঙ্গিরা আস্তানা তৈরি করেছিল সেই বাড়ির মালিক নূরউদ্দিনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে সোমবার (২৯ আগস্ট) জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। শুনানি শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শনিবার সকালে পাইকপাড়ার ৪১০/১ শাহ সুজা রোডের ওই বাড়িতে পরিচালিত অভিযানে জেএমবির নতুন ধারার শীর্ষ নেতা তামিম চৌধুরী, তার দেহরক্ষী ফজলে রাব্বি এবং তাওসিফ হোসেন নিহত হয়। ঘটনার পর বাড়ির মালিক নূরউদ্দিন দেওয়ান, তার স্ত্রী-পুত্র এবং বাড়ির ভাড়াটেসহ প্রায় ১৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় আইন-শৃঙ্খলা বাহিনী। জিজ্ঞাসাবাদ শেষে নূরউদ্দিন দেওয়ানকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বাকি সবাইকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন।