English Version
আপডেট : ৩০ আগস্ট, ২০১৬ ০০:৪৭

নড়াইলে জিম্মি করে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক
নড়াইলে জিম্মি করে  ডাকাতি

নড়াইলে জেলার রামপুরা এলাকায় খোরশেদ আলমের বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৮ আগস্ট) রাত ২টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

আগ্নোয়াস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাত দল ৮ ভরি স্বর্ণালংকার, ১৫ হাজার টাকা, একটি ক্যামেরা ও মোবাইল ফোন লুটে নেয়।

এসময় ডাকাতের মারধরে গৃহকর্ত্রী সেলিনা বেগম আহত হন। তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

খোরশেদ আলমের পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে পড়ে। পরিবারের এক সদস্য বাইরের বাথরুমে যাওয়ার কারণে ওই সময় ঘরের পেছনের দরজা খোলা ছিল। এ সুযোগে ডাকাত দল ঘরের ভেতরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির চাবি নিয়ে ৮ ভরি স্বর্ণালংকার ও  ১৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।

ডাকাতদের কাছে দু’টি আগ্নোয়াস্ত্র ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এদিকে পুলিশের দাবি ডাকাতি নয়। খোরশেদ আলমের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।