English Version
আপডেট : ২৯ আগস্ট, ২০১৬ ০১:২২

রাজশাহীতে ৮টি ককটেলসহ আটক ২

অনলাইন ডেস্ক
রাজশাহীতে ৮টি ককটেলসহ আটক ২

রাজশাহীতে ৮টি তাজা ককটেলসহ ২ জনকে আটক করেছে র‌্যাব। রোববার (২৮ আগস্ট) সকাল ৭ টার দিকে নগরীর মতিহার থানার মেহেরচন্ডী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পুঠিয়ার ভাঙডা মধ্যপাড়া গ্রামের মৃত মকসেদ আলীর ছেলে মনজুর রহমান (৪০) ও একই উপজেলার বানেশ্বর এলাকার আবদুস সাত্তার প্রামানিকের ছেলে বাচ্চু প্রামানিক (২৭)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৭টার দিকে র‌্যাবের একই ক্যাম্পের একটি অপারেশন দল রাজশাহী মহানগরীর মেহেরচন্ডী এলাকায় অভিযান চালায়। এ সময় ৮টি ককটেলসহ দুইজন কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নাশকতা করার পরিকল্পনার কথা স্বীকার করে বলেও র‌্যাব জানায়।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।