English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০১৬ ১৫:০৩

তামিমসহ ৩ জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন

অনলাইন ডেস্ক
তামিমসহ ৩ জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন

নারায়ণগঞ্জে নিহত তিন জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারি অধ্যাপক ড. সোহেল মাহমুদ জানান, সকালে জঙ্গিদের লাশ বুঝে পেয়েছি। ৩ সদস্য কমিটি গঠন করে দুপুর ১টায় জঙ্গিদের ময়নাতদন্তের কাজ শেষ হয়েছে।

ময়নাতদন্তে রিপোর্টে বলা হয়, ৩ জনের মাথায় গুলির চিহ্ন আছে। তামিমের শুধু মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে আর বাকি দু’জনের মাথায় গুলির চিহ্নসহ শরীরে বোমা বিস্ফোরণের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি জানিয়েছেন, গুলির কারণেই এদের সবার মৃত্যু হয়েছে। এদের ডিএনএ পরীক্ষার জন্য মাথার চুল আর শরীরের থাই মাসেল সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি ৩ জঙ্গি মৃত্যুর আগে ড্রাগ গ্রহণ করেছিল কিনা তা পরীক্ষার জন্য ভিসেরা ব্লাড ও ইউরিন সংরক্ষণ করা হয়েছে।