English Version
আপডেট : ২৭ আগস্ট, ২০১৬ ১১:৩৯

জাহাজ বাড়ির মালিকের জঙ্গি সম্পৃক্ততা পাওয়া যায়নি

অনলাইন ডেস্ক
জাহাজ বাড়ির মালিকের জঙ্গি সম্পৃক্ততা পাওয়া যায়নি

রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজ বাড়ি’ বলে পরিচিত তাজ মঞ্জিলের মালিকের স্ত্রী মমতাজ পারভীন ও ছেলে মাজহারুল ইসলামসহ গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার কোনো প্রমাণ পায়নি পুলিশ। কল্যাণপুরের ৫ নম্বর সড়কের এই বাড়িটির পঞ্চম তলার একটি মেসে গত ২৬ জুলাই সকালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সন্দেহভাজন নয় জঙ্গি নিহত হন। এছাড়া হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। এরপরই ভবনটির মালিকের স্ত্রী ও ছেলেসহ পাঁচ জনকে গ্রেপ্তার করে তাদের জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডেও পায় পুলিশ। ৫৪ ধারায় গ্রেপ্তারের পর দুইদিনের রিমান্ডে আনা হলেও জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে শুক্রবার জানান মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, “তবে অভিযানের সময় পুলিশের কাজে বাধা এবং তথ্য গোপন করার অভিযোগে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়।” এদিকে জঙ্গিবিরোধী অভিযানের পর থেকেই পালিয়ে রয়েছেন তাজ মঞ্জিলের মালিক আতাহার উদ্দিন আহমেদ। তার স্ত্রী ও ছেলে ছাড়া গ্রেপ্তার অন্যরা হলেন, মাহফুজুল আনসার, মমিন উদ্দিন ও জাকির হোসেন।

তাদেরকে গ্রেপ্তারের পর ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য না নেওয়া ও পুলিশের কাছে ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য গোপন করার অভিযোগের কথা জানিয়েছিল পুলিশ। জঙ্গি সম্পৃক্ততার বিষয়ে জিজ্ঞাসাবাদে গত ৩১ জুলাইয়ের মধ্যেই দুইদিনের রিমান্ড শেষ করে এই পাঁচজনকে কারাগারে পাঠানো হয়। এখন পর্যন্ত কারাগারেই রয়েছেন তারা।