English Version
আপডেট : ২৭ আগস্ট, ২০১৬ ০১:২১

রাজশাহীতে যুবকের আত্মহত্যা

অনলাইন ডেস্ক
রাজশাহীতে যুবকের আত্মহত্যা

রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে রিয়াজ হোসেন (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। ওই যুবক নগরীর মেহেরচন্ডি চকপাড়া এলাকার বাচ্চু শেখের ছেলে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে রিয়াজ বাড়ি হতে বেরিয়ে যায়। এরপর আর সারা রাত বাসায় ফেরেনি।

এদিকে, শুক্রবার সকালে বাড়ির লোকজন পাশের বাগানে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে অবস্থান করছে।

পরিবারের সদস্যদের ধারণা সে গলায় ফাঁস দিয়ে রাতেই আত্মহত্যা করেছে। কারণ রিয়াজ তার বউয়ের ব্যবহৃত উড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়েছে।

তবে স্থানীয়রা জানান, এর আগেও সে একাধিকবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল।