English Version
আপডেট : ২৬ আগস্ট, ২০১৬ ১৩:১১

নড়াইল অভিযানে ইয়াবা সেবনকারিসহ আটক ৩

অনলাইন ডেস্ক
নড়াইল অভিযানে ইয়াবা সেবনকারিসহ আটক ৩

নড়াইলে অভিযান চালিয়ে একাধিক ইয়াবা মাদক মামলার আসামী রিপন (৩৪), জুয়েল (২৮) ও সেবনকারি জাহিদকে (২৭)  আটক করেছে ডিবি।

নড়াইল জেলার  গোয়েন্দা শাখার ডিবি’র একটি টিম বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে তাদের তিন জনকে গ্রেপ্তার করে।

নড়াইল ডিবির ওসি প্রবির এস.আই রেজাউল করিম রেজা বলেন, গোপন সংবাদে ভিত্তিতে পৃথক অভিজান চালিয়ে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ভাদুলী ডাংগা গ্রামের ভিতর থেকে আটক করা হয়। এ সময় রিপন তার পড়নের প্যাটের পকেট  রাখা ২৪ পিস ইয়াবা উদ্ধার করে । পরে জুয়েল নামে আরেক জনের কাছ থেকে পাওয়া যায় ১৫ পিস ইয়াবা। 

তাদের  বিরুদ্ধে থানায় পৃথক মাদক দ্রব্য আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, আটককৃতরা একাধিক মাদক মামলার আসামি।পাশাপাশি বলেন, ইয়াবার নিল ছোবল থেকে নড়াইলকে নির্মুল করাই আমার  প্রতিজ্ঞা।