English Version
আপডেট : ২৬ আগস্ট, ২০১৬ ১২:১২

কাঁঠালিয়ায় হত্যা মামলার আসামী অস্ত্রসহ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
কাঁঠালিয়ায় হত্যা মামলার আসামী অস্ত্রসহ গ্রেপ্তার

কাঁঠালিয়া উপজেলার ছোট কৈখালী গ্রামের আলোচিত মাসুদ সিকদার হত্যা মামলার আসামী ফারুক হাওলাদারকে (৩২) সিআইডি গ্রেপ্তার করেছে।

বুধবার (২৪ আগস্ট) রাত ৮ টায় ছোট কৈখালীর বাজারে একটি চায়ের দোকান থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্দিকুর রহমান গোপন সংবাদে গ্রেপ্তার করে।

এই সময় তার সাথে থাকা একটি ধারালো অস্ত্র উদ্ধার হয়।

প্রসঙ্গত, পশ্চিম ছিটকি গ্রামের  মাসুদ সিকদারকে গত বছরের ২২ অক্টোবর নৃশংস ভাবে হত্যা করা হয়। নিহতের মাথা কাঁঠালিয়া উপজেলার রঘুয়ার চরে, হাত পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামে এবং পা কাঁঠালিয়া উপজেলার লঞ্চ টার্মিনাল এলাকা থেকে উদ্ধার হয়েছিল।

এ ঘটনায় নিহতের ভাই মাসুম সিকদার বাদি হয়ে ১০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি সিআইডির তদন্তে রয়েছে। এখন পর্যন্ত ফারুকসহ ৭জন গ্রেপ্তার হয়েছে।