English Version
আপডেট : ২৫ আগস্ট, ২০১৬ ১৭:৫৫

শ্রীমঙ্গলে জন্মাষ্টমীর শোভাযাত্রা

অনলাইন ডেস্ক
শ্রীমঙ্গলে জন্মাষ্টমীর শোভাযাত্রা

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মঙ্গল শোভাযাত্রা মধ্যে দিয়ে উদ্যাপিত হচ্ছে শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১০ টায় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রায় প্রায় কয়েক হাজার মানুষ অংশ নেয়। বাসুদেব, শ্রীকৃষ্ণ, কংস, রাধা ইত্যাদি চরিত্রে সাজসজ্জা নিয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে আবারো আখড়ায় এসে শেষ হয়।

পরে আখড়া প্রাঙ্গনে বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা শেষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় ভগবান শ্রী কৃষ্ণের আর্দশে আর্দশিত হয়ে দেশ ও মানুষের কল্যানে কাজ করা আহবান জানান বক্তরা।